০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ জীবননগরের ফরহাদকে ঢাকায় রেফার্ড

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত ফরহাদ আলী জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। সপরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলূলি গ্রামে বসবাস করছেন বলে একটি নির্ভরসুত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ফরহাদ আলীকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেই গুলিতে আহত হয়েছেন তিনি। তবে কোন সীমান্তে গুলির ঘটনা ঘটেছে নিশ্চিত করে বলতে পারছেনা প্রশাসন।

আহত ফরহাদের এক স্বজন মুঠোফোনে রেডিও চুয়াডাঙ্গাকে জানিয়েছেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মাটিলা সীমান্তে এঘটনা ঘটেছে। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচরের মাধ্যমে চিকিৎসক তার শরীর থেকে একাধিক রাবার বুলেট বের করেছেন। এখনো একটি আছে বলে জানিয়েছেন চিকিৎসক। সেটিও বের করার চেষ্টা চালাচ্ছেন।

যশোরের একজন সংবাদকর্মী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোন ভাবেই তারা মুখ খোলেননি। পরে জানতে পারি তিনি বিএসএফের গুলিতে আহত হয়েছেন। সার্জারি ওয়ার্ডের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গতকাল রোববার রাতে ভর্তি হয়েছেন। মারামারির ঘটনায় আহত হয়েছেন বলে স্বজনরা জানিয়েছিলেন। গুলির ক্ষত কিনা জানতে চাইলে তিনি বলেন, গুলির ইনজুরি সম্পন্ন আলাদা। গুলির কথা আমাদের কেউ জানাইনি। তার ডান কাধে ফোলা দাগ আছে। চিকিৎসক এক্স-রে দিয়েছেন বলে জেনেছি।

মহেশপুর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান (কাজল) বলেন, জীবননগরের ফরহাদ নামে এক যুবক ভারতে অনুপ্রবেশের করেছিলেন। বিএফএফের গুলিতে আহত হয়েছেন বলে জেনেছি। তবে মাটিলা সীমান্তে নাকি যশোর চৌগাছা সীমান্তে ঘটনাটি ঘটেছে এটা নিশ্চিত নয়। বিজিবি বলতে পারবে বিষয়টি।

এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর -৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে মাটিলা সীমান্তে কোন গুলির ঘটনা ঘটেনি বলে জানানো হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেয়ায় মনোমালিন্য, অত:পর…

গুলিবিদ্ধ জীবননগরের ফরহাদকে ঢাকায় রেফার্ড

প্রকাশের সময় : ০৮:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
Thank you for reading this post, don't forget to subscribe!

আহত ফরহাদ আলী জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। সপরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলূলি গ্রামে বসবাস করছেন বলে একটি নির্ভরসুত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ফরহাদ আলীকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেই গুলিতে আহত হয়েছেন তিনি। তবে কোন সীমান্তে গুলির ঘটনা ঘটেছে নিশ্চিত করে বলতে পারছেনা প্রশাসন।

আহত ফরহাদের এক স্বজন মুঠোফোনে রেডিও চুয়াডাঙ্গাকে জানিয়েছেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মাটিলা সীমান্তে এঘটনা ঘটেছে। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আজ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচরের মাধ্যমে চিকিৎসক তার শরীর থেকে একাধিক রাবার বুলেট বের করেছেন। এখনো একটি আছে বলে জানিয়েছেন চিকিৎসক। সেটিও বের করার চেষ্টা চালাচ্ছেন।

যশোরের একজন সংবাদকর্মী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোন ভাবেই তারা মুখ খোলেননি। পরে জানতে পারি তিনি বিএসএফের গুলিতে আহত হয়েছেন। সার্জারি ওয়ার্ডের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গতকাল রোববার রাতে ভর্তি হয়েছেন। মারামারির ঘটনায় আহত হয়েছেন বলে স্বজনরা জানিয়েছিলেন। গুলির ক্ষত কিনা জানতে চাইলে তিনি বলেন, গুলির ইনজুরি সম্পন্ন আলাদা। গুলির কথা আমাদের কেউ জানাইনি। তার ডান কাধে ফোলা দাগ আছে। চিকিৎসক এক্স-রে দিয়েছেন বলে জেনেছি।

মহেশপুর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান (কাজল) বলেন, জীবননগরের ফরহাদ নামে এক যুবক ভারতে অনুপ্রবেশের করেছিলেন। বিএফএফের গুলিতে আহত হয়েছেন বলে জেনেছি। তবে মাটিলা সীমান্তে নাকি যশোর চৌগাছা সীমান্তে ঘটনাটি ঘটেছে এটা নিশ্চিত নয়। বিজিবি বলতে পারবে বিষয়টি।

এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর -৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে মাটিলা সীমান্তে কোন গুলির ঘটনা ঘটেনি বলে জানানো হয়।