চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তারই আপন চাচাতো ভাই মোটরসাইকেল চালক রায়হান আলী (১৯)।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। এরমধ্যে নিহত শান্ত ছিলেন টাইলস মিস্ত্রী ও আহত রায়হান ইলেকট্রিক মিস্ত্রী। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
আহত রায়হানের পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে রায়হানের মোটরসাইকেলযোগে দুজন চুয়াডাঙ্গায় কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলের চালক ছিলেন রায়হান। এসময় জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌছালে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী নামের দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আসলে কিছুক্ষন পর জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় শান্ত মারা যায়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আহত অবস্থায় দুজনকে নিয়ে আসলে কিছুক্ষন পরই জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় শান্ত আলীর মৃত্যু হয়। আহত রায়হানের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। সিটিস্ক্যানের পর সিদ্ধান্ত নেয়া হবে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে কিনা।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ