চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই প্রচরাণায় নেমেছেন প্রার্থীরা।
নির্ধারিত সময় থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু করেছেন প্রচারণা। ইতোমধ্যে বিভিন্ন স্থানে পোস্টার সাটানোও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ দেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কেল রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান প্রমুখ।
কে কোন প্রতীক পেলেন?
চুয়াডাঙ্গা সদরে উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস (আনারস) প্রতীক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক (মোটরসাইকেল) প্রতীক, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার পেয়েছেন (ঘোড়া) প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম) (টিউবওয়েল), জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (চশমা), সাবেক ভাইস চেয়ারম্যান মামুন-অর-রশীদ-(তালা), মিরাজুল ইসলাম (কাবা) (উড়োজাহাজ) ও শামীম হোসেন (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী মিলি (কলস), নুরুন্নাহার কাকলী (হাঁস) ও মাসুমা খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।
আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেন (দোয়াত-কলম), কে এম মঞ্জিলুর রহমান (মোটরসাইকেল), জিল্লুর রহমান (ঘোড়া), মোমিন চৌধুরী (ডাবু) (আনারস) ও নুরুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন।
একইসাথে ভাইস চেয়ারম্যান পদের জন্য মামুনার রহমান (বই), আহমেদ হাবিব খান (তালা), আজিজুল হক (উড়োজাহাজ), মকলেছুর রহমান (টিউবওয়েল), সোহেল রানা (শাহীন) (পালকি), মাসুম বিল্লাহ (মাইক), আজিজুল হক (টিয়া পাখি) ও মিজানুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. কাজল রেখা (ফুটবল), মনিরা খাতুন (কলস) ও মারজাহান নিতু (হাঁস) প্রতীক পেয়েছেন।
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















