০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় এলে দেশ হবে দুর্নীতিমুক্ত : মাওলানা জহুরুল ইসলাম

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের ভিমরুল্লাহ হাটকালুগঞ্জ ও সিএমবি পাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) এই গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী।

এ সময় তিনি এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেন, জনগণের ভোট ও সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে ন্যায়, সততা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিগত ৫৪ বছর যাদের দ্বারা শাসিত হয়েছে, তারা দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। আবারও যদি তারা সুযোগ পায়, সেই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটবে। দেশকে চুরি, ডাকাতি ও দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।

গণসংযোগে নেতৃত্ব দেন ১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় এলে দেশ হবে দুর্নীতিমুক্ত : মাওলানা জহুরুল ইসলাম

প্রকাশের সময় : ১১:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের ভিমরুল্লাহ হাটকালুগঞ্জ ও সিএমবি পাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) এই গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী।

এ সময় তিনি এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেন, জনগণের ভোট ও সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে ন্যায়, সততা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিগত ৫৪ বছর যাদের দ্বারা শাসিত হয়েছে, তারা দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। আবারও যদি তারা সুযোগ পায়, সেই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটবে। দেশকে চুরি, ডাকাতি ও দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।

গণসংযোগে নেতৃত্ব দেন ১ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।