চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট স্কুলপাড়ায় গভীর রাতে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে পালিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানি হতভম্ব হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে।
দোকানটির মালিক আসমান আলী জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি রাত ১১টার দিকে দোকান বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যান। পরদিন সকালে তার বাবা নামাজ শেষে ফিরে এসে দোকানের তালা ভাঙা দেখতে পান। দোকানে গিয়ে দেখি সব এলোমেলো। বিকাশের প্রায় ৮১ হাজার টাকা আর মুদি দোকানের ২০ হাজার টাকা নেই। আমি টাকা ঘরে নিয়ে যাইনি— দোকানের সাথেই রুম, তাই ভাবিনি এমন কিছু হবে, কণ্ঠ ভার করে বলেন দোকানি আসমান আলী।
তিনি আরও জানান, সম্প্রতি কিস্তি তুলে বিকাশের ব্যবসা শুরু করেছিলেন তিনি। কিন্তু এই ঘটনার পর একরাতে নিঃস্ব হয়ে গেছেন। আমি অসুস্থ মানুষ, অনেক কষ্টে ব্যবসা শুরু করেছিলাম। এখন পুরোটাই শেষ, যোগ করেন তিনি।
ঘটনাস্থলের প্রতিবেশী এক বাসিন্দা জানান, গাইদঘাট এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে গেছে।
এর আগেও কয়েকটি দোকানে চুরি হয়েছে। তবে পাড়ার ভেতরে এভাবে দোকান ভাঙা সত্যিই অকল্পনীয়। আমরা চাই পুলিশ দ্রুত ব্যবস্থা নিক বলেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে রাতে টহল না থাকায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। তারা প্রশাসনের ত্বরিত পদক্ষেপ কামনা করেছেন।
এএইচ
সজিব উদ্দিন 






















