চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন বেলগাছি ইউনিয়নে বিএনপির ৩০০ নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় এমন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া দাবি করেছে আলমডাঙ্গা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আলমডাঙ্গা উপজেলাধীন বেলগাছি ইউনিয়নে ৩০০ বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপির বহিষ্কৃত এক নেতা, যার আপন বোনের ছেলে জামায়াতের প্রার্থী, সে এবং আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থককে জামাতে যোগদানকারী হিসেবে উপস্থাপন করে বিএনপির নেতা-কর্মী হিসেবে সংবাদ পরিবেশন করেছে। যাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, বিএনপির কোনো নেতা-কর্মী জামাতে যোগ দেননি। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছে। বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, বর্তমানে ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রতিটি নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীরভাবে আস্থাশীল।
উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে সতর্ক করে বলা হয়, আমরা আলমডাঙ্গা উপজেলা বিএনপি উক্ত ভুয়া ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণমাধ্যমকে জানান, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক যোগদান ও নির্বাচনী সভায় ৩৫৭ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর দলে নেওয়া হয়। অনুষ্ঠানে জামায়াত নেতারা তাদেরকে ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন। বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক এবং সহযোগী সংগঠনের একাধিক সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৫৭ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। অন্য কোনো ইসলামী দল থেকে কেউ যোগ দেননি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নীতিনিষ্ঠ, আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনীতি নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করছে। নবাগতরা এখন এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















