০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিতে নির্বাচনস ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এখন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক বিভাগের সভাপতি দারুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী ও সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের মানববন্ধন

প্রকাশের সময় : ১০:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনস ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এখন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক বিভাগের সভাপতি দারুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী ও সেক্রেটারী আবেদ-উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।