০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুলকে দল থেকে বহিষ্কার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সলককে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সংগঠনের স্বার্থবিরোধী ও শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারাদেশে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক (রোকন) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ জাহিদুল ইসলাম সলক-এর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।”

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শুদ্ধতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুলকে দল থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ০১:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সলককে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সংগঠনের স্বার্থবিরোধী ও শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারাদেশে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক (রোকন) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ জাহিদুল ইসলাম সলক-এর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।”

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শুদ্ধতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।