বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার “গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” চুয়াডাঙ্গায় বড় পর্দায় প্রদর্শিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় প্রজেক্টরের মাধ্যমে এ সাক্ষাৎকারটি সর্বসাধারণের জন্য সম্প্রচার করা হয়।
সন্ধ্যা নামতেই সাহিত্য পরিষদ প্রাঙ্গণে তৈরি হয় এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ। চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ। কেউ চেয়ারে, কেউ দাড়িয়ে— সবার চোখ বড় পর্দায় স্থির। তারেক রহমানের বক্তব্যে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের চোখে ছিল আবেগ, কারও মুখে উচ্ছ্বাস।
বিবিসিতে প্রচারিত এই সাক্ষাৎকারটি বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শকরা মনোযোগ দিয়ে তারেক রহমানের বক্তব্য উপভোগ করেন এবং বারবার হাততালি দিয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

প্রচার অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্ট ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন— জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য নতুন প্রজন্মের রাজনীতিক ও সচেতন নাগরিকদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার করেছে। তাই আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সাক্ষাৎকারটি বড় পর্দায় সম্প্রচারের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই সাক্ষাৎকারটি গণতন্ত্র, জাতীয় ঐক্য ও পরিবর্তনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















