০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে’

চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেছেন, “দেশকে চুরি, ডাকাতি ও দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।”

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “প্রতিটি নির্বাচনই আমাদের লক্ষ্যকে কাছে নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত থাকবে। হাতপাখা প্রতীক শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

মাওলানা জহুরুল ইসলাম আজীজী আরও বলেন, “বাংলাদেশ বিগত ৫৪ বছর যাদের দ্বারা শাসিত হয়েছে, তারা দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। আবারও যদি তারা সুযোগ পায়, সেই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশের প্রকৃত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ চায়, তারা যেন আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শক্তিকে বিজয়ী করে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালাইপুর মোড় শাখার সভাপতি হাজী টিপু সুলতান বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, সহ-সভাপতি আবুল কাশেম, আলোকদিয়া ইউনিয়ন সহ-সভাপতি আশরাফ আলী ও জালাল উদ্দীন, সেক্রেটারি আজগার আলী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি রাসেল হাসান এবং চিতলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা।

এছাড়াও আলোকদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

‘দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে’

প্রকাশের সময় : ০৮:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেছেন, “দেশকে চুরি, ডাকাতি ও দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।”

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “প্রতিটি নির্বাচনই আমাদের লক্ষ্যকে কাছে নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত থাকবে। হাতপাখা প্রতীক শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

মাওলানা জহুরুল ইসলাম আজীজী আরও বলেন, “বাংলাদেশ বিগত ৫৪ বছর যাদের দ্বারা শাসিত হয়েছে, তারা দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। আবারও যদি তারা সুযোগ পায়, সেই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশের প্রকৃত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ চায়, তারা যেন আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শক্তিকে বিজয়ী করে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালাইপুর মোড় শাখার সভাপতি হাজী টিপু সুলতান বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, সহ-সভাপতি আবুল কাশেম, আলোকদিয়া ইউনিয়ন সহ-সভাপতি আশরাফ আলী ও জালাল উদ্দীন, সেক্রেটারি আজগার আলী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি রাসেল হাসান এবং চিতলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা।

এছাড়াও আলোকদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।