আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে।
তারই অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আসমানখালী সাংগঠনিক থানা শাখার নতুন কার্যালয়।
সংগঠনটির স্থানীয় শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজীব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার নেতৃবৃন্দ জনাব ইমদাদুল হক, মোঃ হাসানুজ্জামান রনি, তাসিব বিল্লাহ, মিজানুর রহমান মিলন, কারী বিল্লাল হোসেন, সোলায়মান কবির, নাজিমুদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।
প্রধান অতিথি মোঃ হাসানুজ্জামান সজীব বলেন, “দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি ন্যায়, মানবতা ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন। তাই এই সংগঠনের প্রতিটি কর্মীকে দ্বীনের দাওয়াত ও সুশাসন প্রতিষ্ঠার মিশনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















