চুয়াডাঙ্গা রাফেল স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক মো. শরীফুজ্জান শরীফ।
তিনি বলেন, “আগে ক্লাবগুলো সমাজের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, কিন্তু এখন তা দেখা যায় না। সব কিছু স্বৈরাচারী আওয়ামী লীগ থামিয়ে রেখেছিল। তবে এখন আমাদের সবাইকে একসঙ্গে ভালো কাজে মন দিতে হবে।”
তিনি আরও বলেন, “এই ক্লাবটি আমার ভাইয়ের নামে হলেও আমরা উদ্যোক্তা নই। আজকের এই আয়োজন ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা। নামমাত্র ক্লাব নয়, কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে স্থানীয়রা যে মূল্যবান মতামত দিয়েছেন, তা বাস্তবায়নে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।”

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” – এই স্লোগানে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন রংধনুর পরিচালক জনপ্রিয় শিক্ষক আবদুস সালাম, মুক্তিপাড়ার আবু বক্কর, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, ডা. ফারুক হোসেন, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন, আকরাম হোসেন, খালিদ হোসেন, আসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, রিজভী আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সাইমুজ্জামান মিশা, মোরশেদ, রাশা, রোকোনুজ্জামান রোকন, মিলন, নাজিম উদ্দীন, আব্দুল ছালাম, মক্কি, উচ্ছাসসহ মুক্তিপাড়া ও পুরাতন হাসপাতালপাড়ার গুণিজন, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এর আগে কয়েকদিনব্যাপী ২৭টি টিম নিয়ে অনুষ্ঠিত কেরাম প্রতিযোগিতায় রমিজ–আরাফাত জুটি চ্যাম্পিয়ন, রাহাত, লিখন জুটি রানারআপ এবং মিরাজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এছাড়া বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা গ্রহণ করেন জেলা সভাপতি রাফিতুল্লাহ মহলদার, কোষাধ্যক্ষ সেলিমুল হাবিব সেলিম, সদস্য রিন্টু মহলদার, হামিদ উদ্দিন বাবু, হুসাইন মালিক ও মাজেদুল আলম মেহেদী প্রমুখ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















