০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জহুরুল ইসলাম

‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি ন্যায় ও ইনসাফের রাজনীতি’

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন— “আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি ন্যায় ও ইনসাফের রাজনীতি।”

বুধবার (৮ অক্টোবর) বাদ আসর চুয়াডাঙ্গার আসমানখালী বাজারে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

মাওলানা আজিজী বলেন, “দেশের মানুষ আজ ন্যায়, সততা ও সুশাসনের রাজনীতি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণ যদি হাতপাখায় ভোট দেয়, ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে দুর্নীতি, মাদক ও অবিচারের স্থান হবে না। ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও ইনসাফের শাসনই হবে আমাদের লক্ষ্য।”

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক কারী বিল্লাল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি হাসানুজ্জামান রনি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি সমাপ্ত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জহুরুল ইসলাম

‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি ন্যায় ও ইনসাফের রাজনীতি’

প্রকাশের সময় : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন— “আমরা ক্ষমতার রাজনীতি করি না, করি ন্যায় ও ইনসাফের রাজনীতি।”

বুধবার (৮ অক্টোবর) বাদ আসর চুয়াডাঙ্গার আসমানখালী বাজারে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

মাওলানা আজিজী বলেন, “দেশের মানুষ আজ ন্যায়, সততা ও সুশাসনের রাজনীতি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণ যদি হাতপাখায় ভোট দেয়, ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে দুর্নীতি, মাদক ও অবিচারের স্থান হবে না। ইসলামী মূল্যবোধ, মানবিকতা ও ইনসাফের শাসনই হবে আমাদের লক্ষ্য।”

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক কারী বিল্লাল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি হাসানুজ্জামান রনি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি সমাপ্ত হয়।