আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাসানুজ্জামান সজীব বলেছেন, “পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বয়রা গ্রামে ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল জলিল প্রধান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সজীব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। কারণ এই পদ্ধতিতে প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন হয় এবং স্বৈরাচার সৃষ্টির সুযোগ থাকে না। বাংলাদেশের মানুষ আর পুরাতন পদ্ধতিতে ফিরে যেতে চায় না। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সভাপতি এনামুল কবির জিপসি, ইউনিয়ন সভাপতি আমির হোসেন ও সেক্রেটারি আব্দুর রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীও মতবিনিময়ে অংশ নেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















