চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদিতে বিয়ে বাড়ি থেকে বরযাত্রীর দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এরপরই এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গ্রামের পূর্বপাড়ার সেলিমের মেয়ের বিবাহ অনুষ্ঠান চলছিল। এ সময় বরযাত্রীদের দুটি মোটরসাইকেল চুরির হয়ে যায় বলে জেনেছি। এ ঘটনাটি আসলে গ্রামের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা আগে কখনো শুনিনি।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা বিরল। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























