আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত টানা সাড়ে ১২ ঘণ্টা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জাফরপুর গ্রিডে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে এ শাটডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। তবে ঘন ঘন লোডশেডিং হবার সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, এ কাজের কারণে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেহেরপুর পল্লী বিদ্যুতের চুয়াডাঙ্গা জোনাল অফিসের মহাব্যবস্থাপক রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমাদের আওতাধীন মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ইতিমধ্যে সব জায়গায় মাইকিং করা হয়েছে।
ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শনিবার জাফরপুর গ্রিডের BUS Upgradation কাজের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩৩ কেভি মেইন সোর্স লাইন বন্ধ থাকবে। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কুষ্টিয়া থেকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা করা হবে। তবে লাইনের ক্ষমতা সীমিত থাকায় ঘন ঘন লোডশেডিং হতে পারে। যদি এই সরবরাহে কোনো ত্রুটি হলে জেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণেই সকলের অবগতির জন্য বিদ্যুৎ বন্ধের ঘোষনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে মাইকিং করে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে, আবার প্রয়োজনে কিছুটা দেরিও হতে পারে। সাময়িক এই ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মেহেরপুর ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গ্রিডে কাজের জন্য মেহেরপুরেও সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে ঝিনাইদহ থেকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে। লোডশেডিং হবার সম্ভাবনা কম।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















