চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ ও বেকারী খাদ্য সামগ্রী তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে জীবননগরের আন্দুলবাড়িয়ার মো. রফিকুর রহমানের মালিকানাধীন মেসার্স এস এ ফুড প্রোডাক্ট-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই ধরনের অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না করার কারণে মো. ছরোয়ার শেখের মালিকানাধীন মেসার্স নুর নাহার বেকারী-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা এবং নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























