চুয়াডাঙ্গা সদরের হাটকালুগঞ্জে অভিযান চালিয়ে তানভীর রহমান সুজন (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় তার নিকট থেকে ১১০ অ্যাম্পুল নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেড্রিন উদ্ধার হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তানভীর রহমান সুজন চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর দুপুরে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ এলাকায় পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। আটক করা হয় সুজনকে। পরে তার হেফাজত থেকে ১১০ অ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশন প্যাথেড্রিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞতিতে জানানো হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















