০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৪

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেহেরপুর জেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক লিটন গ্রুপের সঙ্গে মেহেরপুর সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—লিটন গ্রুপের আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫)। সাইফুল ইসলাম গ্রুপে আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫) ও আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

আমঝুপি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আমঝুপিতে ফেরার পথে সাইফুল গ্রুপের লোকজনের সঙ্গে লিটন গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন আহমেদ বলেন, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

মেহেরপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৪

প্রকাশের সময় : ০৯:২৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেহেরপুর জেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক লিটন গ্রুপের সঙ্গে মেহেরপুর সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—লিটন গ্রুপের আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫)। সাইফুল ইসলাম গ্রুপে আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫) ও আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

আমঝুপি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আমঝুপিতে ফেরার পথে সাইফুল গ্রুপের লোকজনের সঙ্গে লিটন গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন আহমেদ বলেন, আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।