চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে নগদ টাকা খোয়ালেন জেসমিন খাতুন (২৫) নামের এক নারী।
বুধবার (২৭ আগস্ট ) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জেসমিন খাতুন (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ার চরপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জেসমিন খাতুন বলেন, চিকিৎসার জন্য হাসপাতালে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছিলাম। ভিড়ের মধ্য আমা সঙ্গে থাকা ব্যাগ থেকে কৌশলে ২৮০০ টাকা চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর পাওয়া যায়নি।
এদিকে হাসপাতাল চত্বরে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ রোগী ও স্বজনরা। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় জেসমিন খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিয়োজিত পুলিশ সদস্যদের নিকট মৌখিক অভিযোগ করেছেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















