০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) ও একই এলাকার মৃত. খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘড়িয়া তেমাথা এলাকায় ওঁৎ পেতে থাকে। এ সময় মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন সীমান্তের দিকে গেলে তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্কচটেপ মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) ও একই এলাকার মৃত. খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘড়িয়া তেমাথা এলাকায় ওঁৎ পেতে থাকে। এ সময় মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন সীমান্তের দিকে গেলে তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্কচটেপ মোড়ানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।