রাতের আঁধারে আলমডাঙ্গা সরকারি কলেজের জমি জবরদখল করতে গিয়ে আবারও সমালোচনার মুখে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। কলেজের চলমান কনস্ট্রাকশন কাজের মধ্যেই হিরো কলেজের কয়েক শতক জমি নিজের জমির সাথে বেড়া দিয়ে ঘিরে নেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জানতে পেরে কলেজের অধ্যক্ষ জেএম আব্দুর রকিব শিক্ষক-কর্মচারীদের নিয়ে কলেজে হাজির হন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। পরে বেড়া সরিয়ে দিয়ে প্রাচীরের কাজ শুরু করে কলেজ কর্তৃপক্ষ।
আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেএম আব্দুর রকিব বলেন, কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই জমি কলেজের ভোগদখলে রয়েছে। কলেজ কর্তৃপক্ষ কলেজের স্বার্থ দেখবে। প্রাচীর দিয়ে ঘিরে ওই জমি দখলে রাখবে। প্রাচীর নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
কলেজে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, জাকারিয়া হিরো মোটেও সঠিক কাজ করেননি। জমিটা কীভাবে তার সেটা কলেজ কর্তৃপক্ষকে আগে অবহিত করতে পারতেন। এভাবে জমি দখলে নেয়া ঠিক হয়নি।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























