চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বুলবুলি খাতুন (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে
রোববার (২৭ জুলাই) চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক বুলবুলি খাতুন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিলপাড়ার মৃত মান্নান আলীর স্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ জুলাই) সকালে জেলা ডিবি পুলিশের একটি দল খয়েরহুদা গ্রাম থেকে এই নারীকে আটক করে। পরে তার নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক বুলবুলি খাতুনের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিয় মামলা দায়ের করা হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























