০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাওয়া এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ্যাড: আবিদ আজাদ আকমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খাসকররা ডিগ্রী কলেজের সভাপতি মোমিন মালিতা।

এর আগে, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আনোয়ারুল হক। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মো. আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার ইমরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, খাসকররা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়জুর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু।

প্রধান অতিথি মোমিন মালিতা বলেন, ছাত্রজীবনের প্রাথমিক স্তর হলো এসএসসি পরিক্ষা। এটাতে যারা ভালো করেছে তাদেরকে অবশ্যই এইচএসসিতে ভালো করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর হলো জীবনের টার্নিং পয়েন্ট। এখানে বয়স ও আবেগকে নিয়ন্ত্রণ করে নিজেকে তৈরি করতে হয়।

তিনি আরও বলেন, সিলেবাস ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি আরো অধিক জ্ঞানার্জনে মনোযোগ দিতে হবে।বিদ্যালয়ের কিছু দাবির প্রক্ষিতে প্রধান অতিথি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং চুয়াডাঙ্গা -১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের যা চাহিদা তার চেয়েও বেশি পূরণ করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড: আবিদ আজাদ আকমল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় হবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে। ভালো ফলাফল নির্ভর করে ভালো টিম ওয়ার্কের উপর। আশা করি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ও মিডিয়া কর্মী বুলবুল আহমেদ শিপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী প্রমুখ।

প্রসঙ্গত, এবার খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছিলেন ৪৩ শিক্ষার্থী। এরমধ্যে ৩৬ জন উর্ত্তীর্ণ হয়েছেন এবং ছয়জন জিপিএ-৫ পেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশের সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাওয়া এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ্যাড: আবিদ আজাদ আকমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খাসকররা ডিগ্রী কলেজের সভাপতি মোমিন মালিতা।

এর আগে, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আনোয়ারুল হক। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মো. আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার ইমরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, খাসকররা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়জুর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু।

প্রধান অতিথি মোমিন মালিতা বলেন, ছাত্রজীবনের প্রাথমিক স্তর হলো এসএসসি পরিক্ষা। এটাতে যারা ভালো করেছে তাদেরকে অবশ্যই এইচএসসিতে ভালো করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর হলো জীবনের টার্নিং পয়েন্ট। এখানে বয়স ও আবেগকে নিয়ন্ত্রণ করে নিজেকে তৈরি করতে হয়।

তিনি আরও বলেন, সিলেবাস ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি আরো অধিক জ্ঞানার্জনে মনোযোগ দিতে হবে।বিদ্যালয়ের কিছু দাবির প্রক্ষিতে প্রধান অতিথি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং চুয়াডাঙ্গা -১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের যা চাহিদা তার চেয়েও বেশি পূরণ করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড: আবিদ আজাদ আকমল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় হবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে। ভালো ফলাফল নির্ভর করে ভালো টিম ওয়ার্কের উপর। আশা করি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খাসকররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা ও মিডিয়া কর্মী বুলবুল আহমেদ শিপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী প্রমুখ।

প্রসঙ্গত, এবার খাসকররা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছিলেন ৪৩ শিক্ষার্থী। এরমধ্যে ৩৬ জন উর্ত্তীর্ণ হয়েছেন এবং ছয়জন জিপিএ-৫ পেয়েছেন।