চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়ায় রেললাইনে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (০৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার ভোরে বেতবাড়িয়া রেলগেটের অদূরে নির্জন মাঠের মধ্যে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাড়ি পুলিশ৷ মরদেহের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
পুলিশ জানায়, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এক হা-পা কেটে পড়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্নস্থানের গোসত ছিটিয়ে-ছড়িয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই।
উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ধারণা করা হচ্ছে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটতে পারে৷ এতো রাতে নির্জন ফাকা মাঠে ঘটনায় সন্দেহজনক কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদেরও একই প্রশ্ন এতো রাতে সেখানে কিভাবে গেলো। হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারে৷ কোনভাবেই পরিচয় সনাক্ত করা যায়নি৷
ঘটনাটি হত্যাকাণ্ড বা কোন সন্দেহজনক কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, এটি হত্যাকাণ্ড না, আমার কাছে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে৷ মৃত দেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুলে দাফনের প্রস্তুতি চলছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























