০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড লা শ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়ায় রেললাইনে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (০৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার ভোরে বেতবাড়িয়া রেলগেটের অদূরে নির্জন মাঠের মধ্যে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাড়ি পুলিশ৷ মরদেহের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

পুলিশ জানায়, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এক হা-পা কেটে পড়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্নস্থানের গোসত ছিটিয়ে-ছড়িয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই। 

উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ধার‍ণা করা হচ্ছে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটতে পারে৷ এতো রাতে নির্জন ফাকা মাঠে ঘটনায় সন্দেহজনক কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদেরও একই প্রশ্ন এতো রাতে সেখানে কিভাবে গেলো। হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারে৷ কোনভাবেই পরিচয় সনাক্ত করা যায়নি৷ 

ঘটনাটি হত্যাকাণ্ড বা কোন সন্দেহজনক কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, এটি হত্যাকাণ্ড না, আমার কাছে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে৷ মৃত দেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুলে দাফনের প্রস্তুতি চলছে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড লা শ

প্রকাশের সময় : ০৬:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়ায় রেললাইনে অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (০৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার ভোরে বেতবাড়িয়া রেলগেটের অদূরে নির্জন মাঠের মধ্যে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাড়ি পুলিশ৷ মরদেহের পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

পুলিশ জানায়, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এক হা-পা কেটে পড়ে গেছে। মুখমণ্ডল থেতলে গিয়েছে। শরীরের বিভিন্নস্থানের গোসত ছিটিয়ে-ছড়িয়ে পড়ে ছিল। কোনভাবেই চেনার উপায় নেই। 

উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ধার‍ণা করা হচ্ছে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটতে পারে৷ এতো রাতে নির্জন ফাকা মাঠে ঘটনায় সন্দেহজনক কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদেরও একই প্রশ্ন এতো রাতে সেখানে কিভাবে গেলো। হয়তো মানসিক ভারসাম্যহীন হতে পারে৷ কোনভাবেই পরিচয় সনাক্ত করা যায়নি৷ 

ঘটনাটি হত্যাকাণ্ড বা কোন সন্দেহজনক কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, এটি হত্যাকাণ্ড না, আমার কাছে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে৷ মৃত দেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে আনজুমান মফিদুলে দাফনের প্রস্তুতি চলছে।