০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক উদ্ধার

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক (ট্রেনের শেষের বগি, যেখানে বসে ট্রেনের পরিচালক ট্রেনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন) ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এরপরই খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত গার্ড রেক সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন টানা প্রায় ৭ টা উদ্ধারকাজ শেষ করে। 

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয়ার ঘোষনা দেয় কর্তৃপক্ষ।

আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোন ট্রেনের সিডিউল বাতিল হয়নি। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে। 

তিনি আরও বলেন, খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরতের ঘোষনা দেয়া হয়। যাত্রীরা টিকিটের টাকা চাইলে ফেরত নিতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক উদ্ধার

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু

প্রকাশের সময় : ০২:২৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের লাইনচ্যুত গার্ড রেক (ট্রেনের শেষের বগি, যেখানে বসে ট্রেনের পরিচালক ট্রেনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন) ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এরপরই খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত গার্ড রেক সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন টানা প্রায় ৭ টা উদ্ধারকাজ শেষ করে। 

এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয়ার ঘোষনা দেয় কর্তৃপক্ষ।

আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোন ট্রেনের সিডিউল বাতিল হয়নি। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে। 

তিনি আরও বলেন, খুলনা ও রাজশাহী রুটে চলাচলকারি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের টিকিট ফেরতের ঘোষনা দেয়া হয়। যাত্রীরা টিকিটের টাকা চাইলে ফেরত নিতে পারবেন।