০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

বিদেশ থেকে বাড়ি আসার ৭ দিনের মাথায় প্রা ণ গেল আলমডাঙ্গার ইখলাসের

আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা ঈদগা’র অদূরে এদূর্ঘটনা ঘটে।

নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের ইসরাইল ওরফে পুটের ছেলে।

আহত দুজন হলো, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু মুসা (২২) ও উজ্জ্বল হোসেনের ছেলে রাজু (১৭)।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, দুপুরে একটি মোটরসাইকেলযোগে ইখলাসহ তিন যুবক ঘোরাঘুরি করছিলেন। এ সময় কয়রাডাঙ্গা গ্রামের ঈদ্গা ময়দানের নিকট পৌছালে সামনে থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইখলাস নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা দুজন আরোহী। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নিহত ইখলাসের পরিবারের সুত্রে জানা গেছে, সাড়ে ৩ বছর আগে নববধু রেখেই ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়ায় পাড়ি দেন ইখলাস হোসেন। এরই মধ্যে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। গত ৭ দিন আগে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। এই প্রথম সন্তানের মুখ সরাসরি দেখেন তিনি। স্ত্রী-সন্তানকে নিয়ে ভালোই দিন কাটছিল। এরই মধ্যে সড়ক দূর্ঘটনায় পরিবারটি তছনছ হয়ে গেল। নেমে এসেছে শোকের ছায়া।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মৃত অবস্থায় ইখলাসকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া আহত দুজনকে প্রাথমিক চিকিৎসক শেষে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আহত হয়েছেন দুই আরোহী। পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

বিদেশ থেকে বাড়ি আসার ৭ দিনের মাথায় প্রা ণ গেল আলমডাঙ্গার ইখলাসের

প্রকাশের সময় : ০৮:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা ঈদগা’র অদূরে এদূর্ঘটনা ঘটে।

নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের ইসরাইল ওরফে পুটের ছেলে।

আহত দুজন হলো, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু মুসা (২২) ও উজ্জ্বল হোসেনের ছেলে রাজু (১৭)।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সুত্রে জানা গেছে, দুপুরে একটি মোটরসাইকেলযোগে ইখলাসহ তিন যুবক ঘোরাঘুরি করছিলেন। এ সময় কয়রাডাঙ্গা গ্রামের ঈদ্গা ময়দানের নিকট পৌছালে সামনে থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইখলাস নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা দুজন আরোহী। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, নিহত ইখলাসের পরিবারের সুত্রে জানা গেছে, সাড়ে ৩ বছর আগে নববধু রেখেই ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়ায় পাড়ি দেন ইখলাস হোসেন। এরই মধ্যে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। গত ৭ দিন আগে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। এই প্রথম সন্তানের মুখ সরাসরি দেখেন তিনি। স্ত্রী-সন্তানকে নিয়ে ভালোই দিন কাটছিল। এরই মধ্যে সড়ক দূর্ঘটনায় পরিবারটি তছনছ হয়ে গেল। নেমে এসেছে শোকের ছায়া।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মৃত অবস্থায় ইখলাসকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া আহত দুজনকে প্রাথমিক চিকিৎসক শেষে ভর্তি করে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আহত হয়েছেন দুই আরোহী। পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।