চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সজিব নামের স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন দুই মোটরসাইকেলে থাকা আরও তিনজন।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হারদী হাসপাতাল) জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহত সজীব হোসেন (১৭) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের মৃত জানবার আলীর ছেলে। যে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা হলো আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের আরশেদ আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), কাটাভাঙ্গা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানিক মিয়া (৩০) ও ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আসিফ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ ও সজীব একটি মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে জিয়া ও মানিক আসছিলেন। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামের পুলের নিকট দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল থাকা চারজন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থায়ীয় লোকজন তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক সজিবকে মৃত ঘোষনা করে।
আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সজিবের চাচা ফাকের আলী জানান, সজিবের জন্মের কয়েক বছর পর তার মা মারা যায়।পিতা মালয়েশিয়ায় অবস্থানকালে কয়েক বছর আগে মারা গেছে। ছোট থেকে আমাদের নিকট সজিব বড় হয়েছে। সন্ধ্যার পর ওসমানপুর গ্রামের তার বন্ধু আসিফের সাথে আলমডাঙ্গা যাচ্ছিল। পথে মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান(পিপিএম) জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও তিনজন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























