চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাচা বাজারে ৮টি দোকানের মালামাল পুড়ে গেছে।
সোমবার (২৬ মে) আনুমানিক রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর ফায়ার ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুল মোহাইমেন তুষার। তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনার বেশ কিছুক্ষণ পর টহলরত পুলিশের মাধ্যমে রাত ১টা ৩৩ মিনিটে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায়। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সুত্রপাত। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনেছি, এখানে মূলত কিছু দোকানের গোডাউন ছিল। ঈদ উপলক্ষে অনেকেই মালামাল তুলে গোডাউনে রেখেছিলেন। এরমধ্যে গোডাউনে সয়াবিন বা অন্য কোন তেলের জন্যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়া চায়ের দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের হিসেব অনুযায়ী ব্যবসায়ীদের প্রায় ২২-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, গভীর রাত হওয়ায় ক্ষয়ক্ষতির বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অথবা বাজার কমিটির কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























