কয়েক দিনের তীব্র উত্তেজনার পর আজ বুধবার (০৭ মে) মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। চিরবৈরী প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতের লাইভ আপডেট জানতে রেডিও চুয়াডাঙ্গা’র অনলাইনের সঙ্গে থাকুন।
ভারতে সমর্থন ইসরায়েলের, পাকিস্তানের পাশে তুরস্ক
অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সামরিক বাহিনীর বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
তবে বিশ্বের বিভিন্ন দেশ ভারত-পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনও না কোনও পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে।ভারতে সমর্থন ইসরায়েলের, পাকিস্তানের পাশে তুরস্ক।
ইসরায়েল ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘‘সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনও স্থান নেই।’’
ভারতের এই হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রদূতের ওই মন্তব্য এসেছে। এর বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক।
ভারতের সঙ্গে পাকিস্তানের চরম এই উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এই সংকটে উভয় দেশ অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে।
এএইচ