চয়াডাঙ্গায় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় কথিত সাংবাদিক মাসুরা টুনিকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (০৩ মে) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে কথিত সাংবাদিক মাসুরা টুনিকে আটক করে উত্তেজিত জনতা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘর তল্লাশি চালিয়ে ভারতীয় মদের খালি বোতল ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা।
আটককৃত মাসুরা টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের আব্দুল হালিমের মেয়ে। তিনি সাংবাদিক পরিচয়ে ‘জনতার ইশতেহার’ ও ‘দৈনিক তুলশীগঙ্গা’ পত্রিকার প্রেস কার্ড ব্যবহার করতেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় ছিল। স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয় এবং তার বাসা থেকে মাদকের আলামত উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা বলেন, মাদক সেবনের সরঞ্জাম পাওয়ায় সাত দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এএইচ