০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত, রাজশাহী রেফার্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হারদা গ্রামে স্ত্রী মমতাজ বেগমকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে তারই স্বামী আসাদুল হকের বিরুদ্ধে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই আশংকাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে মমতাজ বেগমকে নিয়ে তার পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মমতাজ বেগম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের হারদা গ্রামের আসাদুল হলের স্ত্রী।

তবে কি কারণে কুপিয়েছে এট বিষয়ে কেউ মুখ খোলেননি। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় শাহাপুর ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মামুন রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে জানা যায়নি। স্বামী পলাতক রয়েছে। তারা গ্রামের একজন নির্জনস্থানে বসবাস করেন৷ ঘটনার প্রথমে বাড়িতে থাকা ভুট্টা বিক্রির ১ লাখের বেশি টাকা কেটে টুকরো টুকরো করে ফেলে স্বামী আসাদুল। এরপর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে।

চুয়াডা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মমতাজ বেগমের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার পরামর্শ দিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লা শ উদ্ধার

জীবননগরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত, রাজশাহী রেফার্ড

প্রকাশের সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হারদা গ্রামে স্ত্রী মমতাজ বেগমকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে তারই স্বামী আসাদুল হকের বিরুদ্ধে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই আশংকাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সযোগে মমতাজ বেগমকে নিয়ে তার পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মমতাজ বেগম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের হারদা গ্রামের আসাদুল হলের স্ত্রী।

তবে কি কারণে কুপিয়েছে এট বিষয়ে কেউ মুখ খোলেননি। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় শাহাপুর ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মামুন রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে জানা যায়নি। স্বামী পলাতক রয়েছে। তারা গ্রামের একজন নির্জনস্থানে বসবাস করেন৷ ঘটনার প্রথমে বাড়িতে থাকা ভুট্টা বিক্রির ১ লাখের বেশি টাকা কেটে টুকরো টুকরো করে ফেলে স্বামী আসাদুল। এরপর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে।

চুয়াডা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মমতাজ বেগমের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার পরামর্শ দিয়েছি।