খেলার মাঠেই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
আজ (২৪ মার্চ) সোমবার সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে পার্শ্ববর্তী এক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।
শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। কারণ, হেলিকপ্টারে তোলার সময়ই আবার লুটিয়ে পড়েন তিনি।
অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে। সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেয়া। এখন রয়েছেন লাইফ সাপোর্টে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু।
টিটুর সঙ্গে কথা বলেছে গণমাধ্যম। তিনি জানিয়েছেন, ‘তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’
সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। টস করে এসে আমাকে জানালো, ভালো লাগতেছে না। বুকে ব্যথা করতেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি। এখন ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। বাকি আল্লাহই ভালো জানেন, তার কি হবে!’