চুয়াডাঙ্গার জীবননগরে সিরাজুল ইসলাম নামের (৫০) এক গরু ব্যবসায়ীকে অচেতন করে নগত ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টা পর্যন্ত সিরাজুল ইসলামের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
সিরাজুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত আদিল হকের ছেলে।
ছেলে আবু সাইদ রেডিও চুয়াডাঙ্গাকে অভিযোগ করেদেন বলেন, আমার বাবা গরু ব্যবসায়ী। সকালে নগত ৩ লক্ষ টাকা নিয়ে জীবননগরের শিয়ালমারি পশুহাটের উদ্দেশ্য গরু কেনার জন্য বের হয়েছিলেন। তিনি যাত্রীবাহী বাসযোগে যাচ্ছিলেন। বেলা ১ টার দিকে লোক মারফতে জানতে পারি আবার বাবাকে অচেতন করে তার কাছে থাকা নগত ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে৷
তিনি আরও বলেন, বাসের মধ্যে থাকা পরিচিত গরু ব্যবসায়ীরা আমার বাবাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আমার ধারণা অজ্ঞানপার্টির সদস্যরা যে কোন উপায়ে অচেতন করে এই টাকা লুট করে নিয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ধারণা করা হচ্ছে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিংবা স্প্রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এএইচ