বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। সোহেল পারভেজ আহ্বায়ক ও রিয়াজুর রহমান হৃদয়কে সদস্যসচিব করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্যসচিব সাফফাতুল ইসলাম সাক্ষরিত ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন
আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল পারভেজ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক লিখন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন বিল্লাহ্, হৃদয় সরকার, আব্দুল কাদের (রকি), শামীম দেওয়ান আব্দুর রাজ্জাক (মুন্না), তাহলা জুবায়ের সাইফুল, রানা আহমেদ, তইমুর হাসান রাব্বি
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান হৃদয়।
যুগ্ম সদস্য সচিব হিসেবে শিফাত আল শাফায়াত, মোঃ আসাদুজ্জামান সুমাইয়া আক্তার (তনু), ফাহাদ মালিতা জুয়েল রানা, নাঈমুল ইসলাম, সম্রাট, পারভেজ হোসেন, মুরাদ হোসেন ও মাসুদ রানা
মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াকিল আহম্মেদ মুত্তাকিন,
সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ, তাহসান, সাইফুল্লাহ মানছুর, সাকিবুল হাসান, জাহিদ হাসান, আবু বক্কর, আহাদ আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, সাগর আহমেদ জুনায়েদ।
মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসফিয়া তাসনিম শোভা।
সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিয়া আনজুমান সোহা, শামিমা আক্তার বর্ষা, জান্নাতুল ফেরদৌসী শাম্মি, নুসরাত জাহান ঐশী,
সদস্য পদে যারা দায়িত্ব পেয়েছেন, এমরারুল হক, শিখন, তাওসিফ হোসেন আসিফ, মাহফিজ আলম, হৃদয় সাহেদ পারভেজ, রাসেল হুসাইন, রানা আহম্মেদ, তামিম রহমান, ইকবাল, জিয়ারুল রহমান, রাব্বি, ফরিদ হোসেন (বাবু), রুবেল আবু তালহা, সজিব, মুস্তাকিন, আব্দুর রহমান, ইয়াসিন আরাফাত, মুস্তাসিন আহম্মেদ, আসিফ, মুজাহিদ, নাফিজ, সাব্বির, রুম্মান, আনিসুর রহমান, রাসেদুলী ইসলাম বাপ্পি, মনিরুজ্জামান, শামীম, ফারদিন, মহিউদ্দিন, জুয়েল রানা, ইউসুফ আলী, রাকিব হোসেন, রুবেল শেখ, মেহেদী হাসান, তাহসিন আমিন, ইমরান হোসেন, মাহাদী ইফতি জয়, রাসেল হোসেন, শেখ মো: সাইফুল্লাহ, মাফুজ রহমান, সাজ্জাত হোসেন, সাইফুল্লাহ, মাফুজ রহমান, আফিয়া আনজুম সোহা, মোস্তফা কামাল, বাবুল হাসান, জুয়েল, শাহারিয়ার জয়, সাইফুদ্দিন সম্রাট ও সাব্বির হোসেন।
এএইচ