চুয়াডাঙ্গা সদরে ছোটশলুয়া গ্রামে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছোটশলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে পিস ডিফেন্ডার নামক দলের মুখোমুখি হয় বেস্ট ইলেভেন। এতে বেস্ট ইলেভেন বিজয় লাভ করে।
শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেস্ট ইলেভেন। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮১ রানের টার্গেট দেয় পিস ডিফেন্ডার।
৮১ রানের জবাবে ব্যাটিং এ নেমে ১ উইকেটের বিনিময়ে বিজয় লাভ করে বেস্ট ইলেভেন। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে পুরস্কৃত হয়েছেন মুহাম্মদ সম্রাট এছাড়া ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন হাসান বসরী।
মোস্তফা কামাল আনন্দ সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন চুন্নু ও হাসান।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার, ও রানার্সআপ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন, মিজানুর রহমান নবীন, বড় শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিমা আক্তার টগর, মারুফ হাসান আনন্দসহ আরও অনেকেই।
আয়োজিত শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিলেন মিজানুর রহমান নবীন, রাশেদুল ইসলাম, মোস্তফা কামাল আনন্দ, আলমগীর হুসাইন, যুবরাজ (পলাশ), জাকির হুসাইন, হাসান বসরী ও আহসান হাবীব প্রমুখ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মোবাইল আসক্তি, মাদক, জুয়াসহ নানাধরণের অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসআই/এএইচ