চুয়াডাঙ্গার জীবননগরে আরিফ ফুড এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মেসার্স আরিফ ফুড এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানে তদারকির সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকার অপরাধে মালিক আব্দুল হান্নাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে দ্রত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরিফ ফুড এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকির সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
avaba haram kaba ar koto