চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া স্কুল মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মহম্মদজুম্মা যুব সমাজের আয়োজনে এ টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ সভাপতি সাইফুল ইসলাম, আশিকুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান,
উদ্বোধনী খেলায় সাহেব নগর একাদশ ২ উইকেটে সিন্দুরিয়া একাদশকে পরাজিত করে।
এসময় তিনি বলেন, ছাত্র ও যুব সমাজ কে মাদকমুক্ত রেখে দেশের ভবিষ্যত হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। কেন্দ্রীয় ছাত্রদল ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এর নির্দেশে জেলা ছাত্রদল তার অধীনস্থ সকল ইউনিট কে সঙ্গে নিয়ে তৃণমূল পর্যায় থেকে তরুণ সমাজকে উপযোগী করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম সুমন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, ছাত্রনেতা জুয়েল রানা, মামুন হোসেন, আরাফাত হোসেন, নিয়ন, আব্দুল্লাহ প্রমুখ।
টুর্নামেন্টটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য নাজিম উদ্দিন।
এএইচ