চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। এ সময় পালিয়ে গেছে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮-বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সজিবের বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
৫৮-বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার (০৩ ফেব্রুয়ারী) জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে সজিবসহ কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে মাদক নিয়ে আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশের টহল চলছিল। তাদের নজরে আসলে ধাওয়া দিয়ে পুলিশ সজিবকে আটক করতে পারলেও অপর সঙ্গীরা পালিয়ে যায়। একই সঙ্গে ভারতীয় চার মাদক ব্যবসায়ীকেও আটক করে পুলিশ।
লে. কর্নেল রফিকুল আলম (পিএসসি) রেডিও চুয়াডাঙ্গাকে বলেন , ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, সজিবসহ কয়েকজন বাংলাদেশি মাদক নিয়ে আসার জন্য শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় কৃষ্ণগঞ্জ থানা পুলিশ সজিবকে আটক করে। বাকি সহযোগিরা পালিয়ে যান। একই সঙ্গে ভারতীয় চার মদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেছি সজিবকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। বিএসএফ জানিয়েছে, কৃষ্ণগঞ্জ থানা পুলিশ তাকে ছাড়তে চাইনি। এ জন্য তাদের কিছুই করার নেই।
এএইচ