আলমডাঙ্গার আসমানখালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আসমানখালি এলাকায় এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি গনসংযোগ করা হয়।
জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা! সম্বলিত লিফলেট পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও মুসল্লিদের হাতে তুলে দেয়া হয়।
লিফলেটে বলা হয়েছে গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছিল। রাজনৈতিক দলসহ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছিল ঘোরতর এক বিপর্যয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকে আমরা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি।
এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। অনুষ্ঠানে আর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম।
তিনি বলেন, ঘোষণাপত্রে আমরা ৭টা দাবি জানাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব সাফফাতুল ইসলাম,মুখ্য সংগঠক সজিবুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব রেজাউল বাশার, যুগ্ম সদস্য হাসিবুল হাসান শান্ত, যুগ্ম সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শিমুল, ফাহিম উদ্দিন মভিন, মাহিন , আকাশ ,নিশাত ,সৈকত , কাফি, মাসুম, তামিম, শাকিব, সেতু,রাকিব,রিদয়,নাইমুর,নাছিম , স্বাধীন, রাতুল,সিফাত সহ অনেকে।
এএইচ