০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১ views

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। আউট ফিল্ড ভেজা থাকায় এক ঘণ্টা বিলম্বে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

দুই পেসারের পরিবর্তে একজন পেসার ও একজন স্পিনার নেওয়া হয়েছে। অর্থাৎ স্পিনে শক্তি বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে কানপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ভারতের একদশে কোনো পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তত দল নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল।

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। আউট ফিল্ড ভেজা থাকায় এক ঘণ্টা বিলম্বে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

দুই পেসারের পরিবর্তে একজন পেসার ও একজন স্পিনার নেওয়া হয়েছে। অর্থাৎ স্পিনে শক্তি বাড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে কানপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ভারতের একদশে কোনো পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তত দল নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল।

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।