জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে দিনব্যাপী মেডিসিন ও গাইনি বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রায়পুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আরআরএফ অফিসে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পিকেএসএফএর সহযোগিতায় স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন করে আরআরএফ।
স্বাস্থ্য ক্যাম্পে রায়পুর ইউনিয়নে বিভিন্ন গ্রামের ২৭৯ জন অতিদরিদ্র নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা দেন ডা. ওমর ফারুক ও ডা. সামিরা তাসনিম জোর্দ্দার। এসময় কিছু রোগীকে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়পুর আরআরএফ অফিসের সমৃদ্ধি সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা অহেদুর রহমান প্রমুখ।