চুয়াডাঙ্গা সদরের কালুপোল টু খাড়াগোদা সড়কের বালুবোঝায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আকাশ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (০১ সেপ্টেম্বর) সকালে কালুপোল টু খাড়াগোদা সড়কের জামালপুর ঈদগাঁ সংলগ্নস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আকাশ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামেন মিলন হোসেনের দ্বিতীয় ছেলে। সে স্থানীয় বদরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে সরোজগঞ্জ বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন আকাশ। কালুপোল টু খাড়াগোদা সড়কের জামালপুর ঈদগাঁ- এর নিকট পৌছালে বালুবোঝায় ট্রাক্টরকে অভারটেক করতে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ সময় ছিটকে পড়লে ট্রাক্টরের চাকা আকাশের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে আকাশ মারা যায়।
ঘটনার পরই পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত মরদেহ বাড়িতে নিয়ে যান।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনার পরই মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে চলে গেছেন। ঝিনাইদহ সদর থানাকে অবহিত করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলে জেনেছি।
এএইচ
One thought on “ভিডিও : চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র আকাশ নিহত”