চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরিবারের অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্টে মাইশা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। এরপরই মাইশা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মাস চারেক আগে বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে নানা শহিদুল হকের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো মাইশা। লোকমুখে শুনেছি সকালে মাইশা খাতুন মোবাইল চার্জার বিদ্যুতের প্লাগে দিলে বিদ্যুতায়িত হয়। এরপর সে অসুস্থ হলে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিশু মাইশা খাতুন মোবাইকের চার্জার নিয়ে খেলছিল। নিজের গলায় চার্জারের তার পেচানো ছিল। এসময় পাশেই বিদ্যুতের বোর্ডের চার্জার প্রবেশ করালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। মরদেহ হাসপাতালে আছে। সদর থানা পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























