০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল মার্কার পক্ষে গণসংযোগ

রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয় : এবি পার্টির প্রার্থী রানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা) আসনে এবি পার্টির ঈগল মার্কার প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তিনি আলমডাঙ্গার কুমারী ও কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও হাটে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে এবি পার্টির প্রতীক ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অংশ নিয়ে রানা বলেন, “দেশে দায় ও দরদের নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবি পার্টি মাঠে নেমেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নাগরিকের সমস্যা, বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সমস্যার সমাধানই হবে আমাদের প্রধান কাজ। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আমরা অগ্রাধিকার দেব। উন্নয়ন হবে সবার জন্য, কোনো দলীয়করণ থাকবে না।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয়। এবি পার্টি দেখিয়ে দেবে— বিকল্প রাজনৈতিক শক্তি কেমন হতে পারে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের জন্য জনগণের পাশে আছি।”

গণসংযোগকালে স্থানীয় জনতা তাকে সাদরে বরণ করেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে এবি পার্টির ঈগল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল মার্কার পক্ষে গণসংযোগ

রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয় : এবি পার্টির প্রার্থী রানা

প্রকাশের সময় : ১২:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা) আসনে এবি পার্টির ঈগল মার্কার প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তিনি আলমডাঙ্গার কুমারী ও কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও হাটে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে এবি পার্টির প্রতীক ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অংশ নিয়ে রানা বলেন, “দেশে দায় ও দরদের নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবি পার্টি মাঠে নেমেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নাগরিকের সমস্যা, বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সমস্যার সমাধানই হবে আমাদের প্রধান কাজ। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আমরা অগ্রাধিকার দেব। উন্নয়ন হবে সবার জন্য, কোনো দলীয়করণ থাকবে না।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয়। এবি পার্টি দেখিয়ে দেবে— বিকল্প রাজনৈতিক শক্তি কেমন হতে পারে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের জন্য জনগণের পাশে আছি।”

গণসংযোগকালে স্থানীয় জনতা তাকে সাদরে বরণ করেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে এবি পার্টির ঈগল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।