০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আলমডাঙ্গা পৌর বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

ঐক্যের শক্তিতেই আসবে পরিবর্তন, বিজয় হবেই ধানের শীষের

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষই আমাদের শক্তি। তাই গণমানুষের পাশে থেকে, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। মনে রাখবেন, বিভেদ নয়—ঐক্যই আমাদের শক্তি। ঐক্যের শক্তিতেই আসবে পরিবর্তন, বিজয় হবেই ধানের শীষের।

শুক্রবার (২৭ সেপ্টম্বর) সন্ধায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। পৌর বিএনপির সহ-সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। এছাড়া আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সম্পাদক খন্দকার কাজী সাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ সময় কোনো বিভক্তি কিংবা ভেদাভেদ চলতে পারে না। বিএনপি একটি পরিবার, এ পরিবারের শক্তি হলো ঐক্য। তাই ওয়ার্ড থেকে পৌরসভা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে।’

প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যে গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, তা হুমকিতে ফেলে অবৈধ পতিত সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। এখন দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই মুক্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়। সেই মুক্তি ও পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করা। আমরা জানি, আন্দোলনের পথ কখনো সহজ নয়। ত্যাগ ও সাহসিকতা ছাড়া আন্দোলন সফল হয় না। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, করবেও না। যতদিন না তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু; ২নং ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু; ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিপন; ৪নং ওয়ার্ড সভাপতি সালেহ মাছুম লিপু, সাধারণ সম্পাদক জাফর আলী; ৫নং ওয়ার্ড সভাপতি রশিদ মালিথা, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল; ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আজম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি বরকত হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন; ৮নং ওয়ার্ড সভাপতি আলিমুদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক এবং ৯নং ওয়ার্ড সভাপতি আয়ুব মুন্সি, সাধারণ সম্পাদক আরজেল আলি।

এছাড়া পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক; পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল হক মামুন, সদস্য সচিব স্বদেশী প্রিন্স; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম; পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভীন; পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহামুদুল হক তন্ময়সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

আলমডাঙ্গা পৌর বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

ঐক্যের শক্তিতেই আসবে পরিবর্তন, বিজয় হবেই ধানের শীষের

প্রকাশের সময় : ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘প্রত্যেক ওয়ার্ডেই ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষই আমাদের শক্তি। তাই গণমানুষের পাশে থেকে, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। মনে রাখবেন, বিভেদ নয়—ঐক্যই আমাদের শক্তি। ঐক্যের শক্তিতেই আসবে পরিবর্তন, বিজয় হবেই ধানের শীষের।

শুক্রবার (২৭ সেপ্টম্বর) সন্ধায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। পৌর বিএনপির সহ-সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। এছাড়া আরও বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সম্পাদক খন্দকার কাজী সাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ সময় কোনো বিভক্তি কিংবা ভেদাভেদ চলতে পারে না। বিএনপি একটি পরিবার, এ পরিবারের শক্তি হলো ঐক্য। তাই ওয়ার্ড থেকে পৌরসভা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে।’

প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে যে গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, তা হুমকিতে ফেলে অবৈধ পতিত সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। এখন দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই মুক্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়। সেই মুক্তি ও পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করা। আমরা জানি, আন্দোলনের পথ কখনো সহজ নয়। ত্যাগ ও সাহসিকতা ছাড়া আন্দোলন সফল হয় না। কিন্তু ইতিহাস সাক্ষী, বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, করবেও না। যতদিন না তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বাবু; ২নং ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু; ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ লিপন; ৪নং ওয়ার্ড সভাপতি সালেহ মাছুম লিপু, সাধারণ সম্পাদক জাফর আলী; ৫নং ওয়ার্ড সভাপতি রশিদ মালিথা, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল; ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আজম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি বরকত হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন; ৮নং ওয়ার্ড সভাপতি আলিমুদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক এবং ৯নং ওয়ার্ড সভাপতি আয়ুব মুন্সি, সাধারণ সম্পাদক আরজেল আলি।

এছাড়া পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক; পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল হক মামুন, সদস্য সচিব স্বদেশী প্রিন্স; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম; পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভীন; পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহামুদুল হক তন্ময়সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।