০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিয়ের আশ্বাসে কলেজ ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, পরে অস্বীকৃতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ে থেকে সরে আসার অভিযোগ উঠেছে। দু’দফা স্থানীয় সালিস বৈঠকেও সমাধান না হওয়ায় প্রতারিত প্রেমিকা আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মামুন (২৮) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একই উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শুরুতে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন ব্যক্তিগত বিষয় শেয়ার করলেও পরবর্তীতে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।

ভুক্তভোগী কলেজ ছাত্রী অভিযোগ করে বলেন, মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্নভাবে কাছাকাছি আসতে থাকেন। একপর্যায়ে তার বিশ্বাস অর্জন করে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে ওই ভিডিওর মাধ্যমে মান-সম্মানের ভয় দেখিয়ে দীর্ঘদিন শারিরীক সম্পর্ক চালিয়ে যান।

মেয়েটির দাবি, পরিবারের অজান্তে তারা বিভিন্ন স্থানে সাক্ষাৎ করতেন এবং নিজেদের স্বামী-স্ত্রীর মতো ভেবেই সম্পর্ক বজায় রেখেছিলেন।

সম্প্রতি মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। সেখানে মামুন সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেন। দু’দফা বৈঠকেও সমাধান না হওয়ায় মেয়েটি এখন আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, তাদের সম্পর্কের প্রমাণস্বরূপ কথোপকথনের অডিও রেকর্ড, স্ক্রিনশট ও ভিডিও তার কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

আলমডাঙ্গায় বিয়ের আশ্বাসে কলেজ ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, পরে অস্বীকৃতি

প্রকাশের সময় : ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ে থেকে সরে আসার অভিযোগ উঠেছে। দু’দফা স্থানীয় সালিস বৈঠকেও সমাধান না হওয়ায় প্রতারিত প্রেমিকা আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মামুন (২৮) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে একই উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শুরুতে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন ব্যক্তিগত বিষয় শেয়ার করলেও পরবর্তীতে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।

ভুক্তভোগী কলেজ ছাত্রী অভিযোগ করে বলেন, মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্নভাবে কাছাকাছি আসতে থাকেন। একপর্যায়ে তার বিশ্বাস অর্জন করে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে ওই ভিডিওর মাধ্যমে মান-সম্মানের ভয় দেখিয়ে দীর্ঘদিন শারিরীক সম্পর্ক চালিয়ে যান।

মেয়েটির দাবি, পরিবারের অজান্তে তারা বিভিন্ন স্থানে সাক্ষাৎ করতেন এবং নিজেদের স্বামী-স্ত্রীর মতো ভেবেই সম্পর্ক বজায় রেখেছিলেন।

সম্প্রতি মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। সেখানে মামুন সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে দেন। দু’দফা বৈঠকেও সমাধান না হওয়ায় মেয়েটি এখন আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানান, তাদের সম্পর্কের প্রমাণস্বরূপ কথোপকথনের অডিও রেকর্ড, স্ক্রিনশট ও ভিডিও তার কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।