চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আলমডাঙ্গার রেলস্টেশনের অদূরে আনুমানিক ৯টার পর পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি) ফাড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সোহেল দীর্ঘদিন যাবত নেশায় আসক্ত। সোমবার রাতে মাদক সেবনের পর রেললাইনে পড়েছিল। এ সময় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























