০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চুরি ঘটনায় যুবক গ্রেপ্তার, মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ডিগ্রি কলেজের সামনে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক থানায় মামলা করেছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গত ২৯ আগস্ট রাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত যে কোন সময় চোরেরা মোবাইল ব্যবসায়ী ফিরোজ আলীর দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ ১৭ হাজার টাকার পাশাপাশি একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, বিভিন্ন কোম্পানির ৮টি মোবাইল ফোন, ব্যাটারি, চার্জার ও হেডফোনসহ প্রায় এক লাখ বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার ভোরে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন আলীকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে ইয়ামিনের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি মাইক্রোফোন, কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, ২৬টি মোবাইল ব্যাটারি, ৫টি চার্জার, ৫টি হেডফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত দুটি হ্যাকস ব্লেড, একটি স্ক্রু-ড্রাইভার ও একটি রেঞ্চ।

গ্রেফতারকৃত ইয়ামিন আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ওসি মাসুদুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

আলমডাঙ্গায় চুরি ঘটনায় যুবক গ্রেপ্তার, মালামাল উদ্ধার

প্রকাশের সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ডিগ্রি কলেজের সামনে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক থানায় মামলা করেছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গত ২৯ আগস্ট রাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত যে কোন সময় চোরেরা মোবাইল ব্যবসায়ী ফিরোজ আলীর দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ ১৭ হাজার টাকার পাশাপাশি একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, বিভিন্ন কোম্পানির ৮টি মোবাইল ফোন, ব্যাটারি, চার্জার ও হেডফোনসহ প্রায় এক লাখ বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার ভোরে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন আলীকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে ইয়ামিনের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি মাইক্রোফোন, কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, ২৬টি মোবাইল ব্যাটারি, ৫টি চার্জার, ৫টি হেডফোন, বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত দুটি হ্যাকস ব্লেড, একটি স্ক্রু-ড্রাইভার ও একটি রেঞ্চ।

গ্রেফতারকৃত ইয়ামিন আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ওসি মাসুদুর রহমান।