০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার


চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, দড়ি ও একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের ক্যানালপাড়ার পলান প্রামানিকের ছেলে ছমির উদ্দিন (৪০), একই উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫), মৃত আব্দাল হকের ছেলে নাজমুল ইসলাম (৩৫) ও কচুবাড়িয়া গ্রামের (আমলা) মৃত ওমর আলীর ছেলে আরিফ হোসেন (৩৮), মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার মৃত ফরমান আলীর ছেলে মুজিবর রহমান (৩৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে আলমডাঙ্গা ওসির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত অভিযানে বের হন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে লোকমানের কাঠালবাগানের সামনে ডাকাতির প্রস্তুতি চলছে। এরপরই সেখানে অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও এক সদস্যসহ অজ্ঞাত সাত-আটজন পালিয়ে যায়।

অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি দা, দুটি লোহার রড, একটি সাবল, একটি ছোরা, এক গোছা লাইলনের দড়ি, একটি ব্যাটারি চালিত ভ্যান (আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা) এবং চারটি সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : আবহাওয়া অধিদপ্তর  

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫


চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, দড়ি ও একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের ক্যানালপাড়ার পলান প্রামানিকের ছেলে ছমির উদ্দিন (৪০), একই উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫), মৃত আব্দাল হকের ছেলে নাজমুল ইসলাম (৩৫) ও কচুবাড়িয়া গ্রামের (আমলা) মৃত ওমর আলীর ছেলে আরিফ হোসেন (৩৮), মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়ার মৃত ফরমান আলীর ছেলে মুজিবর রহমান (৩৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে আলমডাঙ্গা ওসির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত অভিযানে বের হন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে লোকমানের কাঠালবাগানের সামনে ডাকাতির প্রস্তুতি চলছে। এরপরই সেখানে অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও এক সদস্যসহ অজ্ঞাত সাত-আটজন পালিয়ে যায়।

অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি দা, দুটি লোহার রড, একটি সাবল, একটি ছোরা, এক গোছা লাইলনের দড়ি, একটি ব্যাটারি চালিত ভ্যান (আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা) এবং চারটি সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।